Monday, May 9, 2022

Bangla Funny Jokes Comedy. #comedy #funny #jokes #abhijit_de

 হ্যালো বন্ধুরা। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাসির জোকস। তো শুরু করা যাক আজকের কমেডি হাসির জোকস। 





ম্যাডাম: শোনো কঠর পরিশ্রমের কারনে কেউ মারা যায় না বুঝলে।

ছাত্র: কিন্তু ম্যাডাম সুধু সুধু বেসি ঝুকি নেওয়া কি ঠিক হবে।

YouTube Video: https://youtube.com/shorts/ttZyuCpinFs

 …………………………………………………………………


ম্যাডাম: বলতো কোন রসগোল্লা একেবারে মিষ্ঠি নয়।

ছাত্রী: ম্যাডাম পরীক্ষার খাতায় পাওয়া রসগোল্লা।

YouTube Video: https://youtube.com/shorts/ttZyuCpinFs

 …………………………………………………………………

 

স্যার: বলতো ৫ থেকে ২ বিয়োগ করলে হাতে কত থাকে।

ছাত্র: জানিনা স্যার।

স্যার: তুই একটা আসতো গরু।

ছাত্র: আমি তো এখন অনেক ছোটো আমাকে বাছুর বলবেন স্যার।

YouTube Video: https://youtube.com/shorts/JRDNR4R7zKs

 …………………………………………………………………

 

স্যার: নারী সম্পর্কে যা জানিস বল।

ছাত্র: বড় অদ্ভুত এই নারী মা হলে শাসন প্রমিকা হলে সসন বউ হলে ভাসন।

স্যার: ছুটি পর দেখা করিস একসাথে বসে মাল খাবো।

YouTube Video: https://youtube.com/shorts/n20Ome5ZHQM

 …………………………………………………………………

 

স্যার: বলতো ঘুম পেলে আমরা বিছানায় কেনো।

ছাত্র: ঘুম পেলে বিছানা আমাদের কাছে আসেনা তাই।

YouTube Video: https://youtube.com/shorts/8ej2JmVvFFk

 …………………………………………………………………

 

স্যার: বলতো বিদ্যুৎ আবিষ্কার যদি না হত তাহলে কী হতো।

ছাত্র: কিআর হতো হেরিকেন জালিয়ে টিভি দেখতে হতো।

YouTube Video: https://youtube.com/shorts/ZeB4MUnE1ds

 …………………………………………………………………

 

স্যার: একটা হাতি আর একটা মাছির তুলনা করত।

ছাত্র: স্যার একটা মাছি হাতির গায়ে বসতে পারে কিন্তু একটা হাতি মাছির গায়ে বসতে পারেনা।

YouTube Video: https://youtube.com/shorts/GZnetBz8VKU

 …………………………………………………………………

 

স্যার: একটা মরুভূমি প্রানীর নাম বলত।

ছাত্র: স্যার এটা খুব সহজ যেমন ধরুন উঠ।

স্যার: আর একটা প্রানীর নাম বলত।

ছাত্র: স্যার  আর একটা উঠের বাচ্ছা।

YouTube Video: https://youtube.com/shorts/Y0O1bs1ok6w

 …………………………………………………………………

 

স্যার: বলতো তাজমহল কোথায় অবস্থিত।

ছাত্র: জানিনা স্যার।

স্যার: তাহলে বেঞ্জের উপর দার।

ছাত্র: বেঞ্জের উপর দারালে তাজমহল দেখতে পাবো স্যার।

YouTube Video: https://youtube.com/shorts/G9FleNnoZiY

 …………………………………………………………………

 

স্যার: বলতো এমন একটা জায়গায় নাম যেটা পুরুষ মানুষ বানিয়েছে কিন্তু সেখানে পুরুষ মানুষ যেতে পারেনা।

ছাত্র: স্যার এটাতো খুব সহজ যেমন ধরুন লেডিস টয়লেট।

YouTube Video: https://youtube.com/shorts/Y_y1kTV4nr0

 …………………………………………………………………

 

স্যার: একটা বাস যদি ঘন্টায় ১০ কিমি গতিবেগে যায় তাহলে আমার বয়স কত হতে পারে বলো।

ছাত্র: ৫০ বছর স্যার।

স্যার: গুড কী করে পারলি।

ছাত্র: আমাদের পাড়ায় একটা পাগল আছে সে হাপ পাগল তার বয়স ২৫ আর আপনি তো ফুল পাগল তাই আপনার বয়স ৫০ বছর স্যার।

YouTube Video: https://youtube.com/shorts/EC5RkDcgxSM

 …………………………………………………………………

 

স্যার: ক্লাসেনা ডুকতে ডুকতেই মুলোর গন্ধ কে পেদেছিস সত্যি করে বল।

ছাত্র: এটা কী বললেন স্যার মানুষ খুনকরে শীকার করে কিন্তু পাদলে কেউ কী শীকার করে স্যার।

YouTube Video: https://youtube.com/shorts/TpR0v5pEuy0

 …………………………………………………………………

 

স্যার: জলে বাস করে এমন ৫টা প্রানীর নাম বলত।

ছাত্র: ব্যাঙ

স্যার: আর চারটে।

ছাত্র: ব্যাঙের মা, ব্যাঙের বাবা, ব্যাঙের বুন আর ব্যাঙের গার্লফ্রেন্ড।

YouTube Video: https://youtube.com/shorts/gthN-38OxGI

…………………………………………………………………


এই রকম হাসির ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং ইনস্টাগ্রাম টি ফলো করতে ভুলবেনা আমাদের সাথে যুক্ত হয়ে যান টুইটারের মাধ্যমে ধন্যবাদ।


Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home