Wednesday, January 12, 2022

New Bangla Funny Cartoon Jokes. Laughter jokes of madam and students | ম্যাডাম ও ছাত্রদের হাসির জোকস | Bangla Comedy Funny Jokes.

 হ্যালো বন্ধুরা। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাডাম ও ছাত্রদের হাসির জোকস। তো শুরু করা যাক আজকের কমেডি হাসির জোকস। 


ম্যাডাম: গোবরা তুই বড় হয়ে কেন দেশে ঘুরতে যেতে চাস?

গোবরা: চেকোস্লোভাকিয়া ম্যাডাম।

ম্যাডাম: বাহ্ ,খুব ভালো বানানটা বোর্ডে এসে লেখ।

গোবরা: ম্যাডাম, বলছি মাইন্ড চেঞ্জ করলাম, ভাবছি গোয়া যাবো।

…………………………………………………………………


ম্যাডাম: আচ্ছা তোমরা বলো কোন পাখা উড়তে পারে না।

জ্যাক: বলব ম্যাডাম।

ম্যাডাম: বলো।

জ্যাক: ম্যাডাম সিলিং পাখা।

…………………………………………………………………


ম্যাডাম: আচ্ছা ক্রিকেট স্টেডিয়াম গুলি কেন এত ঠান্ডা হয়?

স্যান্ডি: কারণ ম্যাডাম প্রতিটি আসনে ফ্যান রয়েছে।

…………………………………………………………………


ম্যাডাম: জল পানের সঠিক সময় কখন?

জ্যাক: ম্যাডাম জল পানের সঠিক সময় হয় যখন আপনার তেষ্টা পায়।

…………………………………………………………………




ম্যাডাম: কঠোর পরিশ্রমের কারণে কেউ মারা যায় না বুঝলে।

গোবরা: ম্যাডাম কিন্তু শুধু শুধু বেশি ঝুঁকি নেওয়া কি ঠিক হবে।

…………………………………………………………………


ম্যাডাম: বলতো জ্যাক পৃথিবীতে কতগুলো দেশ আছে।

জ্যাক: ম্যাডাম পৃথিবীতে একটি মাত্র দেশ আছে আর সেটি হলো ভারত।

ম্যাডাম: সে কি তাহলে আমেরিকা, ফ্রান্স, চিন, জাপান আর বাকি সব জায়গা কি।

জ্যাক: ম্যাডাম ওগুলো তো বিদেশ।

…………………………………………………………………


ম্যাডাম: কোন রসগোল্লা একেবারে মিষ্টি নয়।

স্যান্ডি: পরীক্ষার খাতায় পাওয়া রসগোল্লা।

…………………………………………………………………


ম্যাডাম: জানো বই কত পবিত্র জিনিস

জ্যাক: জানি বই কি ম্যাডাম তাই তো সবসময় স্পর্শ করি না।

…………………………………………………………………





গোবরা: ম্যাডাম একটা কথা বলব।

ম্যাডাম: বলো।

গোবরা: ম্যাডাম আপনি জানেন যারা বাড়িতে এসে কলিংবেল না বাজে দরজা ধাক্কা দেয় তাদের কি পুরস্কার দেওয়া উচিত?

ম্যাডাম: কি পুরস্কার।

গোবরা: ম্যাডাম নো-বেল পুরস্কার।

…………………………………………………………………


ম্যাডাম: আচ্ছা জ্যাক টাকা ও জ্ঞানের মধ্যে তুই কোনটা চাস।

জ্যাক: ম্যাডাম টাকা চাই।

ম্যাডাম: আমি হলে তো জ্ঞানটা চাইতাম।

জ্যাক: ম্যাডাম যার যেটা অভাব সে সেটা নেবে তাই না।

…………………………………………………………………




ম্যাডাম: আচ্ছা গোবরা তোর জীবনে কাকে বেশি ঘৃণা করিস।

গোবরা: ম্যাডাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে।

ম্যাডাম: কেন উনি তো একজন মহান ব্যক্তি ছিলেন।

গোবরা: হ্যাঁ ছাই ছিলেন উনি যদি বাল্যবিবাহ না বন্ধ করতেন তাহলে আমি এতদিনে আমার ছোট পূজাকে নিয়ে সুখে সংসার করতাম।

…………………………………………………………………


ম্যাডাম: আচ্ছা জ্যাক বলতো কেন আমরা বিদ্যুৎ চমকানো আগে দেখি এবং পরে মেঘের গর্জন শুনি।

জ্যাক: ম্যাডাম উত্তর টা খুবই সহজ কারণ আমাদের চোখের অবস্থান কানের আগে।

…………………………………………………………………


ম্যাডাম: আচ্ছা স্যান্ডি বলতো উপসর্গ কাকে বলে।

স্যান্ডি: ম্যাডাম প্রথমটুকু মনে নেই শেষটুকু বলি।

ম্যাডাম: হ্যাঁ বল।

স্যান্ডি: তাকেই উপসর্গ বলে।

…………………………………………………………………

এই রকম হাসির ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং ইনস্টাগ্রাম টি ফলো করতে ভুলবেনা আমাদের সাথে যুক্ত হয়ে যান টুইটারের মাধ্যমে ধন্যবাদ।

Labels: ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home