রোগী ও ডাক্তারের হাসির জোকস| Bangla Cartoon Comedy Jokes| Bangle Jokes Funny| Abhijit De
হ্যালো বন্ধুরা। আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রোগী ও ডাক্তারের হাসির জোকস। তো শুরু করা যাক আজকের কমেডি হাসির জোকস।
ঝুনঝুনি বাবু: ঊঁ
ঊঁ ঊঁ ঊঁ ঊঁ ঊঁ ঊঁ…… আরে বাস ডাক্তার
খানার সামনে এটা কি লেখা আছে। যাই কাছে গিয়ে দেখি …………… "রোগের চিকিৎসা ২০০ টাকা রোগ না ভালো হলে ৫০০
টাকা ফেরত।" বাহ খুব ভালো যাই ডাক্তারকে ঠকিয়ে এই সময় যদি কিছু টাকা পাওয়া
যায়। যাই ভিতরে যাই।
………………… ডাক্তারবাবু আসতে
পারি।
ডাক্তার বাবু:
হ্যাঁ আসুন বসুন।
ডাক্তার বাবু: কী
বললেন।
ঝুনঝুনি বাবু: কই
কিছু না কিছু বলিনিতো।
ডাক্তার বাবু:
আচ্ছা আপনার নাম কি?
ঝুনঝুনি বাবু:
আমার নাম হল ঝুনঝুনি পাল।
ডাক্তার বাবু:
আচ্ছা ঝুনঝুনি বাবু আপনার বয়স?
ঝুনঝুনি বাবু:
আমার বয়স ৩৫ বছর।
ডাক্তার বাবু:
বলুন আপনার কিসের সমস্যা?
ঝুনঝুনি বাবু:
আমার সমস্যা হচ্ছে আমি কোন জিনিসের সাধ মানে টেস্ট পাচ্ছিনা।
ডাক্তার বাবু:
আচ্ছা বুলাই তিন নম্বর খাপের ঔষধটা নিয়ে আয় তো।
বুলাই: ঠিক
আছে...... এই নিন স্যার।
ডাক্তার বাবু:
ঝুনঝুনি বাবু এই ঔষধটা দুই ফোঁটা খেয়ে নিন।
ঝুনঝুনি বাবু:
ঠিক আছে...।
(ঔষধ খাওয়ার পর
ঝুনঝুনি বাবু অবস্থা)
ও...রে...
বা...প...রে... কি... বা...জে...খে...তে....রে.... পা...লা...ই...রে....
বা...বা...রে...।
ডাক্তার বাবু:
যাবেন কোথায় ২০০ টাকা দিয়ে যান। আপনার রোগটা যে ছেড়ে গেছে।
......ডাক্তার বাবু আসতে পারি।
ডাক্তার বাবু:
আসুন ঝুনঝুনি বাবু বসুন।
ঝুনঝুনি বাবু: এইজো।
ডাক্তার বাবু:
বলুন ঝুনঝুনি বাবু আপনার আবার কি সমস্যা হল।
ঝুনঝুনি বাবু:
ডাক্তার বাবু আমার খুবই একটা জটিল সমস্যা হয়েছে আমার না কোন কিছু ঘটনা বা কথা
কিছুই মনে থাকছে না এর ঔষুধ আমাকে দিন ডাক্তারবাবু।
ডাক্তার বাবু:
নিশ্চয়ই দেবো ঝুনঝুনি বাবু আপনি কোন চিন্তা করবেন না বুলাই 3 নম্বর কাপের ওষুধ টা নিয়ে আয় তো।
ঝুনঝুনি বাবু: না
না ওই ওষুধ টাতো কী বাজে খেতে সব মনে আছে আমার সব ঘটনা মনে পড়ে গেছে।
ডাক্তার বাবু:
তাহলে দিন ২০০ টাকা।
... আসতে পারি ডাক্তারবাবু।
ডাক্তার বাবু: আরে
ঝুনঝুনি বাবু যে আসুন আসুন বসুন দিয়ে সব ঠিক আছে তো।
ঝুনঝুনি বাবু: আর
কোথায় ঠিক রইল গো ডাক্তারবাবু আপনার কাছে আসতে হল।
ডাক্তার বাবু: তা
বলুন কি সমস্যা আপনার ঝুনঝুনি বাবু।
ঝুনঝুনি বাবু: আর
বলবেন না আজকাল ঠিকঠাক দেখতে পাচ্ছি না চোখের সমস্যা চোখে ঠিকঠাক দেখতে পাচ্ছি না
চোখে যা দেখিছি সব ভুলভাল আমাকে এর একটা ওষুধ দিন ডাক্তারবাবু।
ডাক্তার বাবু:
ঝুনঝুনি বাবু এই রোগের চিকিৎসা তো আমি করতে পারব না এই নিন 500 টাকা।
ঝুনঝুনি বাবু:
যাক টেকনিকটা ভালোই কাজ করেছে দেখছি যাক এতদিন তাহলে ঠকাতে পেরেছি। কথাই বলেনা
বাপেরো বাপ আছে।
এ কী যে 50 টাকার নোট আপনি 500 টাকার বদলে 50 টাকার নোট দিলেন যে।
ডাক্তার বাবু:যাক
তাহলে আপনার চোখের সমস্যা ঠিক হয়ে গেছে তাহলে দিন 200 টাকা।
ঝুনঝুনি বাবু:
আবার 200 টাকা আবার ঠকে
গেলাম হায় হায় এই বন্ধুরা আমাদের তোমাদের জন্য আমি আবার ঠকে গেলাম আমি লোভে পড়ে
গিয়েছিলাম 500 টাকার জন্য আমার
গচকা গেল 600 টাকা তো আমাদের
ইউটিউব চ্যানেলটি যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে
এবং ফেসবুক, ইনস্টাগ্রাম এবং
টুইটার ফলো করে নেবে।
ভাল থাকবেন সুস্থ
থাকবেন। হাসতে থাকুন হাসাতে থাকুন আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন।
এই রকম হাসির ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং ইনস্টাগ্রাম টি ফলো করতে ভুলবেনা আমাদের সাথে যুক্ত হয়ে যান টুইটারের মাধ্যমে ধন্যবাদ।
Labels: Home, Recent Post
0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home